News71.com
 Bangladesh
 14 Jul 24, 09:37 AM
 147           
 0
 14 Jul 24, 09:37 AM

সীমান্ত লাগোয়া দেশের অভ্যন্তরে ১০ মাইল ‘বিজিবি সম্পত্তি’ ঘোষণার পরামর্শ

সীমান্ত লাগোয়া দেশের অভ্যন্তরে ১০ মাইল ‘বিজিবি সম্পত্তি’ ঘোষণার পরামর্শ

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা করতে জাতীয় সংসদকে চারটি পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আন্তরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং জাতীয় রাজস্ব আয়ে ফাঁকি প্রতিরোধ করতে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন আদালত। বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এক মামলার রায়ে এ পরামর্শ দিয়েছেন। ১৯৮৭ সালে চোরাচালানবিরোধী অভিযানে যশোর সীমান্তে ভারতীয় শাড়ি উদ্ধারের ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় আসামি জাকির হোসেনকে তিন বছরের সাজা থেকে খালাসের রায়ে এ পরামর্শ এসেছে।গতকাল শনিবার ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। আদালত তার রায়ে বলেছেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা এবং আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হলে এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে হলে মহান জাতীয় সংসদকে নিম্ন বর্ণিত পরামর্শগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন