News71.com
 Bangladesh
 11 Jul 24, 11:12 PM
 179           
 0
 11 Jul 24, 11:12 PM

৪ঘন্টার অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা॥ শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল

৪ঘন্টার অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা॥ শুক্রবার সারাদেশে বিক্ষোভ মিছিল

 

নিউজ ডেস্কঃ নতুন কর্মসূচি দিয়ে চার ঘণ্টা অবরোধের পর শাহবাগ থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী, আজ বিভিন্ন ক্যাম্পাসে হামলার প্রতিবাদে আগামীকাল সারাদেশে বিকেল ৪টায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান বলেন, আমরা সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনুন। আমাদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল আমরা সারাদেশের সব ক্যাম্পাসে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন