
নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে, তা কি অন্যায়, অন্যায্য?’ তিনি বলেন, ‘আমরা একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি। এখানে যারা প্রতিবাদ করে তাদের নিরুদ্দেশ করে দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত মরদেহ নদীর ধারে, খালের ধারে কিংবা নালার ধারে পড়ে থাকে।’
নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘আমরা প্রায়ই শুনি অমুখ ডিসি অমুখ বিশ্ববিদ্যালয়ের অমুখ হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। অমুখ এসপি ছাত্রলীগ করতেন। এত ছাত্রলীগ ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কী করে? প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে এ কাজগুলো করা হয়েছে।’