News71.com
 Bangladesh
 09 Jul 24, 11:56 PM
 131           
 0
 09 Jul 24, 11:56 PM

বর্তমান সরকার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

 

নিউজ ডেস্কঃ সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে। জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এমন কোনো বিষয় নাই যে, আজ ধ্বংস হয়ে যায়নি।’ আওয়ামী লীগ যখন ইতিপূর্বে ক্ষমতায় ছিল, ১৯৭১ থেকে ৭৫ সাল পরবর্তী তখনো তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। আজকে ভিন্ন চেহারাতে একটু ‘ছদ্মবেশ’ ধারণ করে গণতন্ত্রের কথা বলে, তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন