News71.com
 Bangladesh
 08 Jul 24, 10:36 AM
 116           
 0
 08 Jul 24, 10:36 AM

ভোররাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া॥ নেওয়া হয়েছে হাসপাতালে

ভোররাতে হঠাৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া॥ নেওয়া হয়েছে হাসপাতালে

 

নিউজ ডেস্কঃ আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে সবশেষ খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) ভোর ৪টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, সোমবার রাত ৩টার দিকে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ৪টা ২০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন। এর আগে ২২ জুন গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে তাকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। ১১ দিন চিকিৎসা নেওয়ার পর ২ জুলাই তিনি বাসায় ফেরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন