
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয় নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে ভারত সফর করেন। সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেন।
সেগুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার গণমাধ্যমে বেশ কিছু ভুল তথ্য এসেছে। এসব বিষয় নিয়ে বিএনপি-জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।’‘সর্বশেষ গত রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামও সেই অপপ্রচারে লিপ্ত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তা একেবারে অসত্য ও ডাহা মিথ্যা। সমঝোতা স্মারকের সব ধারা তিনি হয়তো পড়েননি। তিনি সব ধারা না পড়ে, না বুঝে, খণ্ডিতভাবে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন।’