News71.com
 Bangladesh
 17 Jun 24, 06:04 PM
 162           
 0
 17 Jun 24, 06:04 PM

ঈদের দিন ঢামেকে চিকিৎসা নিতে আসাদের ৮৬ শতাংশ ‘মৌসুমি কসাই’॥

ঈদের দিন ঢামেকে চিকিৎসা নিতে আসাদের ৮৬ শতাংশ ‘মৌসুমি কসাই’॥

নিউজ ডেস্ক: সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উদযাপনে দেশের প্রতিটি অলি-গলি-মহল্লায় পছন্দের পশু কোরবানি করছেন মুসল্লিরা। রাজধানী ঢাকাও এর ব্যতিক্রম না। তবে পশু কোববানির সঙ্গে তাল মিলিয়ে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেড়েছে রোগীদের আনাগোনা। চিকিৎসকরা বলছেন, নতুন এসব রোগীদের ৮৬ শতাংশই মৌসুমি কসাই।

এদিন ঢামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল থেকে অন্তত ৬০ জন নতুন রোগী এসেছেন। তাদের কারও কেটেছে হাত, কারও পা। কারও আবার গরুর আঘাতে ভেঙেছে হাত-পা। এদের মধ্যে ৫২ জনই মৌসুমি কসাই। প্রতিবছর রাজধানীসহ সারা দেশে বিপুল সংখ্যক পশু কোরবানি দেওয়া হয়। মজুরি ভালো হওয়ায় পেশাদার কসাইয়ের পাশাপাশি এদিন মাংস প্রক্রিয়ার কাজ করেন নিম্ন আয়ের মানুষরা। তারাই মূলত মৌসুমি কসাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন