News71.com
 Bangladesh
 14 Jun 24, 11:07 AM
 118           
 0
 14 Jun 24, 11:07 AM

২৪ ঘণ্টায় তিন কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়॥

২৪ ঘণ্টায় তিন কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়॥

 

 

নিউজ ডেস্কঃ ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে প‌রিবহ‌নের সংখ‌্যা ক‌য়েকগুণ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল‌ আদায় গেল ২৪ ঘণ্টায় ৩ কো‌টি টাকা ছা‌ড়ি‌য়ে‌ছে।  বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা যায়, বুধবা‌র (১২ জুন) রাত ১২টার পর হ‌তে বৃহস্প‌তিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪০ হাজার ৯০৬‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।  সেতু‌তে পারাপার হওয়া প‌রিবহ‌নের ম‌ধ্যে যাত্রীবাসের সংখ‌্যা ছিল ৮ হাজার ৮৪৮, ট্রাক ১২ হাজার ১৮০, ছোট-বড় প‌রিবহন ১৪ হাজার ৮১ ও মোটরসাইকেল ৫ হাজার ৭৯৭‌টি সেতু পারাপার হ‌য়ে‌ছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন