
নিউজ ডেস্ক: সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে হজের শুরুতে আজ শুক্রবার মিনায় যাচ্ছেন হজযাত্রীরা। মিনার শান্ত উপত্যকা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য প্রস্তুত। সেখানে একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছেন তারা। পবিত্র ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে এই আধ্যাত্মিক যাত্রা শেষ হবে। প্রায় এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় সমবেত হয়েছেন। সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুসারে, হজের প্রত্যাশায় ইতিমধ্যে ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আরও কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মূলত মক্কার বাইরের সীমানা অতিক্রম করার সময় ইহরাম (একটি সাদা পোশাক) পরিধানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জিলহজ মাসের ৭ ও ৮ তারিখের প্রাক্কালে হাজিরা ৮.১ কিলোমিটার দূরত্বের মিনায় তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন।