News71.com
 Bangladesh
 14 Jun 24, 11:04 AM
 103           
 0
 14 Jun 24, 11:04 AM

ইউনিফর্ম পরে টিকটক করলে কঠোর ব্যবস্থা॥পুলিশ সদর দপ্তরের বিবৃতি

ইউনিফর্ম পরে টিকটক করলে কঠোর ব্যবস্থা॥পুলিশ সদর দপ্তরের বিবৃতি

 

 

নিউজ ডেস্ক: পুলিশের পোশাক পরিহিত অবস্থায় টিকটক ভিডিও করলে, অভিযান চলাকালীন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে, সেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকটকার ও ফেইসবুকার পুলিশ সদস্যদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। টিকটকার পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশের নির্ধারিত পোশাক পরা অবস্থায় কোনো পুলিশ সদস্য টিকটক ভিডিওতে অংশ নিতে পারবেন না। এসব করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করতে হবে।’  গতকাল বুধবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন