
নিউজ ডেস্কঃ বিদেশে কর্মী নিয়োগ অনুমোদনের জন্য নিয়মবহির্ভূতভাবে প্রায় ৪ হাজার স্মার্টকার্ড দেওয়ার অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন—বিএমইটির সিস্টেম অ্যানালিস্ট মো. সাইদুল ইসলাম এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম।