
নিউজ ডেস্কঃ এতদিন কোনো কোম্পানির শেয়ারের দর বাড়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চাইলেও এবার দর কমার কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সম্প্রতি আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারের দাম কমার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম কমার ক্ষেত্রে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। কোনো কারণ ছাড়াই আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারের দাম কমছে। গতকাল বুধবার ডিএসই এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, গত এক দশকের বেশি সময় পর দেশের শেয়ার বাজারে এই প্রথম কোনো কোম্পানির শেয়ারের দাম কমার কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ২০১০ সালের আগে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম কমার পরিপ্রেক্ষিতে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছিল বলে ডিএসই সূত্র জানিয়েছে।