
নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২০২০ সালের ৮ নভেম্বর দেওয়া হাইকোর্টের রায় না মানায় গত ১৯ মে এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। পরে গত ৫ জুন আদালত অবমাননার অভিযোগ করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির (পল্লব)। তাকে সহযোগিতা করেন বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।