
নিউজ ডেস্কঃ ডলার-সংকটের জন্য দেশ থেকে অর্থ পাচারকেই দায়ী করলেন একাধিক সংসদ সদস্য। গতকাল সোমবার সংসদে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাশের আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) এক জন এবং দুই জন স্বতন্ত্র সংসদ সদস্য কারা অর্থ পাচার করেছেন তাদের চিহ্নিত করার, কারা অর্থ পাচার করে ইউরোপ-আমেরিকায় বাড়ি-হোটেল বানিয়েছেন তাদের নাম প্রকাশের এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার দাবি জানান। আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম-বিশৃঙ্খলা নিয়েও তোপ দাগান এই তিন এমপি।
সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘অনিয়মের যেসব কথা বলা হয়েছে, সেগুলো অনেকটা ঢালাও অভিযোগ। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পরে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাশ হয়েছে। অর্থমন্ত্রী ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৪’ সংসদে উত্থাপনের পর তা কণ্ঠভোটে পাশ হয়। আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য এই সম্পূরক বিল আনা হয়। বিলটি পাশের আগে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়।