
নিউজ ডেস্কঃ ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যক্তিগত বহিঃবাংলাদেশ ভ্রমণসহ প্রশিক্ষণ/সভা/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য বহিঃবাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইতিপূর্বে বহিঃবাংলাদেশ ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা কতিপয় ক্ষেত্রে শিথিল করা হয়। এখন এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, ব্যাংক-কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপ/স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণের বহিঃবাংলাদেশ ভ্রমণ বন্ধ থাকবে।