News71.com
 Bangladesh
 09 Jun 24, 12:19 AM
 126           
 0
 09 Jun 24, 12:19 AM

রাজধানীতে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ এক সপ্তাহে ভর্তি ৭ হাজার ৬৩৫

রাজধানীতে বাড়ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব ॥ এক সপ্তাহে ভর্তি ৭ হাজার ৬৩৫

 

নিউজ ডেস্কঃ পাঁচ বছর বয়সী মালিহা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি) হাসপাতালে চিকিৎসাধীন আছে। গত ২ জুন থেকে তার পাতলা পায়খানা ও বমি শুরু হলে পরিবার তাকে এই হাসপাতালে নিয়ে আসে। ডায়রিয়ার কারণে তার শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে বলে জানান তার বাবা আব্বাস। শারীরিক অসুস্থতার কারণে দিনভর কান্না করে মালিহা।

অন্যদিকে রাজধানীর বাড্ডা থেকে পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে হাসপাতালে অবস্থান করছেন ফাতেমা। ছেলের অসুস্থতা তাকেও বিমর্ষ করে তুলেছে। তিনি বলেন, ‘আশপাশের কোনও খাবার খাওয়া থেকে হতে পারে। আমার মনে হয় পানি থেকেই হইসে। কারণ আমাদের এলাকার অনেকেরই ডায়রিয়া হইসে।’ গত ২৯ মে থেকে আইসিডিডিআর’বি হাসপাতালে বাড়তে শুরু করেছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী। অন্যান্য সময় গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী থাকলেও সেদিন ৬৫৩ জন রোগী ভর্তি হয় ঢাকার এই হাসপাতালে। এর পরদিন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। ৩০ মে সারা দিনে ৯৬১ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালটিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন