News71.com
 Bangladesh
 09 Jun 24, 12:19 AM
 125           
 0
 09 Jun 24, 12:19 AM

সরকারের অতিমাত্রায় ব্যাংকঋণ বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলবে॥ এফবিসিসিআই

সরকারের অতিমাত্রায় ব্যাংকঋণ বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলবে॥ এফবিসিসিআই

 

নিউজ ডেস্কঃ সরকারকে বিদেশি ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম বলেছেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ কোটি ঋণ নেবে। সরকারের অধিক মাত্রার ঋণের কারণে বেসরকারি খাতের ঋণে বাধা সৃষ্টি হবে। তাতে বেসরকারি বিনিয়োগ কমে যাবে, যা কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নিত্যপণ্য, চিকিৎসা সেবা, আইটিখাতসহ বাজেটে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন