News71.com
 Bangladesh
 06 Jun 24, 10:47 AM
 141           
 0
 06 Jun 24, 10:47 AM

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ওপর গুলি বর্ষণ॥

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ওপর গুলি বর্ষণ॥

নিউজ ডেস্ক: সেন্টমার্টিন থেকে নৌ-পথে ফেরার সময় মিয়ানমার সীমান্ত থেকে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।  বুধবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপে স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ শেষে টেকনাফে ফেরার পথে সাগরে এ ঘটনা ঘটে।  জানা গেছে, স্থগিত থাকা টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের সেন্টমার্টিন দ্বীপের একটি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে স্পিডবোটযোগে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে সাগরের মাঝপথে নির্বাচন কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি চালানো হয়।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন