News71.com
 Bangladesh
 04 Jun 24, 10:34 PM
 122           
 0
 04 Jun 24, 10:34 PM

৪ দিনের সফরে পাবনা যাবেন রাষ্ট্রপতি॥

৪ দিনের সফরে পাবনা যাবেন রাষ্ট্রপতি॥


নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামী রোববার (৯ জুন) ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। আজ মঙ্গলবার পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ৯ জুন দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে বিশ্রাম এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ জুন বেলা সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং ১২ জুন বেলা ১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ চলছে। তাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙাচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এর আগে কয়েকটি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন জেলাবাসী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন