News71.com
 Bangladesh
 04 Jun 24, 10:20 AM
 133           
 0
 04 Jun 24, 10:20 AM

কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির॥

কোরবানির পশু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ আইজিপির॥

 

নিউজ ডেস্কঃঈদকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে ফিটনেস এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা প্রতিরোধে ব্যবস্থা প্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা তৎপরতা শুরু করেছে। কোরবানির পশু পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সহযোগিতা করা হবে। সড়ক অথবা নৌ পথে কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে পশুবাহী গাড়ির সামনে গন্তব্যস্থান উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ নির্দেশ দেন। গতকাল সোমবার সকালে পুলিশ সদরদপ্তরে (হল অব প্রাইডে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌ পথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন