
নিউজ ডেস্কঃ এবার ঢাকায় একটি ফ্রেশ গরুর চামড়ার ন্যূনতম দাম ১২০০ টাকা আর ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে এ ঘোষণা দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে এই ঘোষণা দেন তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এবার চামড়া বেচা-কেনায় বর্গফুট মাপার কোনো বিষয় থাকছে না। প্রথমবারের মতো দেশে প্রতি পিস কোরবানির গরুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।’
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহিউদ্দিন আহমেদ মাহিন। প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করার বিষয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামে যারা কোরবানি দেন, তারা চামড়ার সম্পর্কে তেমন ভালো জানেন না। যারা ঢাকা, ঢাকার আশপাশে তাদের নলেজটা অনেক বেশি থাকে। অনেকে স্কয়ার ফিট বোঝে না। ছোট যে গরু কোরবানি হয়, তা আনুমানিক ১৮-২০ স্কয়ার ফিট চামড়া হয়।’