News71.com
 Bangladesh
 30 Apr 24, 10:34 AM
 22           
 0
 30 Apr 24, 10:34 AM

আবারও রিজার্ভ ও রাজস্বের শর্ত পূরণে আইএমএফের কাছে ছাড় চাইবে বাংলাদেশ॥

আবারও রিজার্ভ ও রাজস্বের শর্ত পূরণে আইএমএফের কাছে ছাড় চাইবে বাংলাদেশ॥


নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির আওতায় আগামী জুন নাগাদ বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ও কর রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। তাই ঋণের চতুর্থ কিস্তির জন্য জুনভিত্তিক দুই লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে ছাড় চাইবে শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসা আইএমএফ মিশনের কাছে বাংলাদেশ। আগেও বাংলাদেশ এ দুটি ক্ষেত্রে লক্ষ্যমাত্রায় ছাড় নিয়েছে।গত ২৪ এপ্রিল ঢাকায় সফরে আসা আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রোইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউর নেতৃত্বে প্রতিনিধি দল ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। আগামী ৮ মে পর্যন্ত তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন