News71.com
 Bangladesh
 29 Apr 24, 12:18 AM
 35           
 0
 29 Apr 24, 12:18 AM

রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের ওপর হামলা মেনে নেব না॥ স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের ওপর হামলা মেনে নেব না॥ স্বাস্থ্যমন্ত্রী

 

 

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের ওপর হামলা কোনোটাই আমি মেনে নেব না।  আজ রোববার ৪১তম বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসক-কর্মকর্তাদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এই ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা উপরওয়ালার আর্শীবাদ। চিকিৎসকেরা যে টাকার পেছনে দৌড়াবেন তা নয়, সততার সঙ্গে কাজ করলে, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীসহ জনগণের মন জয় করে সম্মান অর্জন করতে হবে।  চিকিৎসকদের সুরক্ষা ও রোগীদের সুরক্ষা দুটোই দেখার দায়িত্ব আমার। রোগীদের প্রতি অবহেলা ও চিকিৎসকদের ওপর হামলা কোনোটাই আমি মেনে নেব না। নড়াইলে দেখলাম সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কোনো চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। যা কাম্য নয়। বঙ্গবন্ধুই নির্দেশনা দিয়ে গেছেন তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আপনারা রোগীদের যথাযথ সেবা দেবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন