News71.com
 Bangladesh
 18 Apr 24, 11:02 PM
 55           
 0
 18 Apr 24, 11:02 PM

ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র॥

ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র॥

নিউজ ডেস্ক: চীনা দূতাবাস ঢাকায় একটি ভিসা সেন্টার চালু করেছে। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা সেন্টারটি উদ্বোধন করেন। চীনের ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর ভিসা কেন্দ্রে আবেদনটি প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, যোগাযোগ ও যাতায়াত বাড়ছে। এ ক্ষেত্রে সহজে ভিসা সেবা দিতে কেন্দ্রটি চালু করা হয়েছে। সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাস আর সরাসরি গ্রহণ করবে না। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। নতুন ভিসা ও ভিসা বৈধকরণ উভয় ক্ষেত্রে দূতাবাসের ধার্য করা ফি প্রযোজ্য হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন