News71.com
 Bangladesh
 15 Apr 24, 10:27 PM
 23           
 0
 15 Apr 24, 10:27 PM

দেশের ৬৪ জেলার মধ্যে ৫৪টিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল॥

দেশের ৬৪ জেলার মধ্যে ৫৪টিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল॥

নিউজ ডেস্ক:  বৈশাখের শুরু থেকেই তাপপ্রবাহ বেড়েছে দেশে। গতকাল সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ সোমবার তা ছাড়িয়ে গেছে। আজ ঢাকাসহ দেশের ৫৪টি জেলার ওপর দিয়ে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৫ এপ্রিল) বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় (পটুয়াখালীর কলাপাড়া) ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রবিবার সর্বোচ্চ ছিল রাঙ্গামাটিতে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। রবিবার খেপুপাড়ায় তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১.২ ডিগ্রি বেড়েছে। এদিকে আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন