News71.com
 Technology
 19 Jul 16, 06:59 PM
 909           
 0
 19 Jul 16, 06:59 PM

হোয়াটসঅ্যাপের নতুন ফন্ট সুবিধা

হোয়াটসঅ্যাপের নতুন ফন্ট সুবিধা

 

প্রযুক্তি ডেস্ক: সমাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ যাতে একঘেয়ে না হয়ে যায় এবং প্রতিযোগিতায় যাতে টিকতে পারে সেজন্য একের পর এক পরিবর্তন আনছেন হোয়াটসঅ্যাপ নির্মাতারা। আর এই ধারাবাহিকতায় এবার সবার জন্য রয়েছে দারুন খবর। ফন্টের একঘেয়েমি কাটাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার্স। কিন্তু এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য।

জানাগেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় এতদিন ফন্ট নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন না। এবার নতুন ফিচার্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও নিজের ইচ্ছামতো ফন্ট বদলাতে পারবেন। নতুন ফন্ট হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েডের v2.16.179 বেটা ভার্সনে পাওয়া যাবে। যে শব্দটিতে আপনি ফন্ট বদলাতে চাইছেন, তার আগে এবং পরে (`) এই চিহ্ন ব্যবহার করুন। তাহলেই ফন্ট বদলে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন