News71.com
 Technology
 19 Jul 16, 01:00 PM
 922           
 0
 19 Jul 16, 01:00 PM

গেমিং সফটওয়্যার পোকেমন গো ডাউনলোড করতে চান ।। জেনে নিন ভয়ঙ্কর দিকগুলো

গেমিং সফটওয়্যার পোকেমন গো ডাউনলোড করতে চান ।। জেনে নিন ভয়ঙ্কর দিকগুলো

 

নিউজ ডেস্ক: পোকেমন গো’র নেশায় মত্তদের সংখ্যা কম নয়। স্মার্টফোন হাতে আজ বহু কিশোর, যুবককে পোকেমন গো খেলতে দেখা যায়। সোশাল সাইটগুলিতে হামেশাই এই সংক্রান্ত পোস্টের ভিড় লেগে রয়েছে। চলতি বছরে ২০১৬-র দ্বিতীয় পর্বে ট্রেন্ডিং বিষয়গুলির মধ্যে অন্যতম হল পোকেমন গো। কিন্তু, এই অ্যাপ বা গেমই চরম ক্ষতি করতে পারে আপনার মোবাইল ফোনের। এমনই আশঙ্কার কথা বলেছে সফটওয়ার কম্পানি ESET।

গুগল প্লে স্টোরে পোকেমন গো নামে অনেক এমন গেম/অ্যাপ রয়েছে। যেগুলি আসলে ম্যালওয়ার। অনেক ক্ষেত্রেই ইউজার তা বুঝতে না পেরে মোবাইলে ডাউনলোড করে নিচ্ছেন। পোকেমন গো’র নামে থাকলেও মূলত PI নেটওয়ার্ক নামে ইনস্টল হয় এই ম্যালওয়ার। ESET-র তরফে বলা হয়েছে, ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ফোনকে হ্যাং করিয়ে দেয় এই ম্যালওয়ার। যার জেরে ব্যাটারি বের করে ফোন রি-স্টার্টে বাধ্য হন ইউজার। আর এরপর ওই ম্যালওয়ার দেখা না গেলেও, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ভুয়া ক্লিকের মতো সমস্যা সৃষ্টি করতে থাকে।

ESET-র তরফে আরও বলা হয়েছে, পোকেমন গো খেলতে গিয়ে বিভিন্ন চিট বা কোড ব্যবহার করলেও ম্যালওয়ার হানার আশঙ্কা থেকে যায়। যদিও ESET-র তরফে যে ম্যালওয়ারের কথা বলা হয়েছে, তা গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের অন্য ম্যালওয়ার থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এই ধরনের অ্যাপ বা গেমের ক্ষেত্রে অ্যাপলিকেশন ম্যানেজারে গিয়ে আন-ইনস্টল করা যেতে পারে।

পোকেমন গো এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় লকস্ক্রিন অ্যাপ/গেম। অর্থাৎ মোবাইল লক করা অবস্থায় খেলা যাবে পোকেমন গো। গুগল প্লে স্টোরে ইতিমধ্যেই মিলছে এই গেম। খুব শীঘ্রই অ্যাপল অ্যাপ স্টোর থেকেও পোকেমন গো ডাউনলোড করতে পারবেন ভারতীয়রা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন