News71.com
 Technology
 26 May 16, 01:22 PM
 1039           
 0
 26 May 16, 01:22 PM

এই বছরেই বাজারে আসছে বিশ্বের সর্বপ্রথম নমনীয় স্মার্টফোন।।

এই বছরেই বাজারে আসছে বিশ্বের সর্বপ্রথম নমনীয় স্মার্টফোন।।

নিউজ ডেস্কঃ নমনীয় স্মার্টফোন বা ভাঁজ করা যাবে এমন ফোনের ধারণা সকলের মধ্যে অনেক দিন ধরেই রয়েছে। বিশেষ করে স্যামসাং এধরনের ফোনএর ধারণা দিলেও এখন পর্যন্ত বাস্তবে তার রূপ দিতে পারেনি। তবে এবার চীনের ছোট একটি স্টার্টআপ প্রতিষ্ঠান মোক্সি গ্রুপ এই ধারণাকে বাস্তবে রুপ দিতে যাচ্ছে।

মোক্সি গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চংসেং ইউ ব্লুমবার্গকে বলেন, প্রতিষ্ঠানটি তাদের ই-ইঙ্ক প্রযুক্তির সাদা এবং কালো ডিসপ্লে'র নমনীয় স্মার্টফোন বিক্রি শুরু করবে। ই-ইঙ্ক প্রযুক্তি অনেকটা কিন্ডল এর মতো। নমনীয় এই ফোনের দাম পড়বে মাত্র ৭৬০ ডলার যা বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০ হাজার টাকা। তবে এই দাম সাদাকালো ফোনের জন্য অনেক বেশি বলে সমালোচনা করছেন অনেকে। শুরুতে এই স্মার্টফোনটি চীনে বিক্রি করা হবে। আর চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে অন্যান্য বাজারে প্রবেশ করবে।

ইউ আরও জানান, এই স্মার্টফোনের জন্য কালার ডিসপ্লে আসন্ন ২০১৮ সাল নাগাদ পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন