News71.com
 Technology
 16 Oct 18, 12:14 PM
 903           
 0
 16 Oct 18, 12:14 PM

মারা গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেন  

মারা গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেন   

প্রযুক্তি ডেস্কঃ বিশ্ব নন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নন-হজকিন লিম্ফোমা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন উদ্যোক্তা। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার রোগ সম্পর্কে সবাইকে অবহিত করেন। সেসময় তিনি সুস্থ হওয়ার ব্যাপারে আশাও প্রকাশ করেছিলেন। তার সহকর্মী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, আমার সবথেকে প্রিয় ও দীর্ঘদিনের বন্ধুদের মধ্যে একজনের প্রয়াণে আমি মর্মাহত।

গতকাল সোমবার বিকেলে তার পরিবারের সদস্যরা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, আমরা কৃতজ্ঞ যে, তার প্রজ্ঞা, সহমর্মিতা, বদান্যতার সঙ্গে পরিচিত হতে পেরেছি। বিল গেটস তার বিবৃতিতে বলেন, লেকসাইড স্কুলের সেই পুরনো দিনগুলো, মাইক্রোসফট প্রতিষ্ঠার সহকর্মী, আমাদের অনেক দিনের মানবকল্যাণ মূলক কাজে পল ছিলেন একজন বিশ্বস্ত ও সত্যিকার বন্ধু। ১৯৭৫ সালে স্কুল বন্ধু বিল গেটসের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন পল অ্যালেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন