News71.com
 Technology
 07 Oct 18, 12:51 PM
 854           
 0
 07 Oct 18, 12:51 PM

সুখবর॥ শীঘ্রই মেসেঞ্জার নিয়ে আসছে “ভয়েস কমান্ড” সুবিধা

সুখবর॥ শীঘ্রই মেসেঞ্জার নিয়ে আসছে “ভয়েস কমান্ড” সুবিধা

প্রযুক্তি ডেস্কঃ মুখের কথায় বার্তা লেখার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে কলও করা যাবে ফেসবুক মেসেঞ্জারে। শুধু তা-ই নয়, চাইলেই বিভিন্ন কাজের জন্য আগে থেকে রিমাইন্ডারও দেওয়া যাবে। এ জন্য শিগগিরই মেসেজিং প্ল্যাটফর্মটিতে ভয়েস কমান্ড সুবিধা চালু হচ্ছে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা গোপনে পরীক্ষাও করেছে ফেইসবুক। বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ এই সুবিধা মিলবে, তা এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন