প্রযুক্তি ডেস্কঃ মুখের কথায় বার্তা লেখার পাশাপাশি নির্দিষ্ট ব্যক্তিকে কলও করা যাবে ফেসবুক মেসেঞ্জারে। শুধু তা-ই নয়, চাইলেই বিভিন্ন কাজের জন্য আগে থেকে রিমাইন্ডারও দেওয়া যাবে। এ জন্য শিগগিরই মেসেজিং প্ল্যাটফর্মটিতে ভয়েস কমান্ড সুবিধা চালু হচ্ছে। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা গোপনে পরীক্ষাও করেছে ফেইসবুক। বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ এই সুবিধা মিলবে, তা এখনও জানা যায়নি।