News71.com
 Technology
 04 Oct 18, 06:45 AM
 845           
 0
 04 Oct 18, 06:45 AM

ইউটিউবে যুক্ত হলো আরও একটি নতুন ফিচার

ইউটিউবে যুক্ত হলো আরও একটি নতুন ফিচার

প্রযুক্তি ডেস্কঃ ইউটিউবে যুক্ত হলো আরও একটি নতুন ফিচার যার মাধ্যমে এখন থেকে ডেস্কটপ ব্যবহারকারীরা একটি ভিডিও দেখার সময় অন্যান্য ভিডিও গুলোও ব্রাউজ করতে পারবেন শর্ত সাপেক্ষে। যদিও মিনিপ্লেয়ার নামের এই ফিচারটি এ বছরের শুরুতেই চালু করেছিল তবে তখন তা শুধু স্মার্টফোনের অ্যাপেই সীমাবদ্ধ ছিল। অবশেষে ইউটিউব এখন তা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দিল। কয়েক মাস ধরে ইউটিউব ফিচারটির ডেস্কটপ সংস্করণ চালুর জন্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছিল। নতুন এই ফিচারটি মূলত ইউটিউবের একটি পিকচার-ইন-পিকচার মোড যাতে ভিডিও দেখার সময় ভিউয়াররা স্ক্রিনের বাকি অংশটিতে স্ক্রল করতে পারবেন। এই স্ক্রলিংয়ের সময় দেখতে থাকা ভিডিওটি স্ক্রিনের নিচের ডান কোণায় একটি ছোট বক্সাকার স্ক্রিনে দেখা যাবে। নতুন এই ফিচারটি দেখতে ডেডিকেটেড মিনিপ্লেয়ার আইকনটিতে ক্লিক করতে হবে যা ইতিমধ্যেই ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য অবমুক্ত করা হয়েছে। আইকনের ওপর ক্লিক করলে ভিডিওর শিরোনাম এবং পাবলিশারের নামসহ ভিডিওটি স্ক্রিনের নিচের কোণায় চলে যাবে এবং আবারও ক্লিক করার আগ মুহূর্ত পর্যন্ত দেখা যাবে। সে সময় প্লেব্যাক ভিডিওগুলোও চলমান ভিডিওটির শীর্ষে দৃশ্যমান থাকবে এবং একই সঙ্গে নিচের দিকে থাকা অনুসন্ধান বারটি দৃশ্যমান থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন