News71.com
 Technology
 29 Sep 18, 05:24 AM
 864           
 0
 29 Sep 18, 05:24 AM

হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট  

হ্যাকারদের কবলে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট   

প্রযুক্তি ডেস্কঃ আবারও প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে চলে গেছে। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গতকাল শুত্রুবার মঙ্গলবার। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে ফেসবুকের পক্ষে এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়। এর আগেও ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তার পর ফের একই ঘটনা ঘটল। এবার কীভাবে বিশাল পরিমাণ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল সেই প্রশ্নই উঠছে।

ফেসবুকের পক্ষ থেকে জানা গেছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের view as অপশন থেকেই হ্যাকাররা তথ্য চুরি করেছে। একই ভাবে ওই অপশন থেকে বিভিন্ন অ্যাকাউন্টের অপব্যবহারও করা হয়েছে। ফেসবুকের নিরাপত্তা বিষয়ক প্রধান গে রসন জানিয়েছেন, অ্যাকাউন্ট ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা হয়েছে তার জন্য তারা ক্ষমা প্রার্থী। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের প্রতি ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ, ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে ফের লগ ইন করা উচিত। যদিও এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে। সকলেই এ নিয়ে স্টেটাস দিতে শুরু করেন। সমস্যায় যেতে পড়তে হচ্ছে, এটাও অনেকে জানান। অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়ে ফেসবুকের ব্যবসাতেও। হু হু করে পড়তে শুরু ফেসবুকের শেয়ারের দর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন