প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক এবার গুরুত্বসহকারে হার্ডওয়্যার ব্যবসায় নামতে যাচ্ছে। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটি বাজারে ছাড়বে তাদের নিজস্ব ভিডিও চ্যাট ডিভাইস। ফেসবুকের নতুন এই ডিভাইসের নাম হবে “পোর্টাল”। গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির কর্মজীবীরা এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে আসছেন। বেশ কয়েকজন বিক্রয় প্রতিনিধিকে এটা দেখিয়েছেনও তারা।
ফেসবুকের তৈরি পোর্টালের স্ক্রিন সাইজ হবে দুই ধরনের। যদিও এখনও পর্যন্ত এগুলোর সঠিক আকৃতি জানা সম্ভব হয়নি। এদিকে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ছোট আকারের ডিভাইসটির দাম হবে ৩০০ ডলার এবং বড় আকৃতির পোর্টাল ৪০০ ডলার দিয়ে কিনতে হবে। পোর্টালে ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। যে কারণে গ্রাহকরা ডিভাইসটি কিনতে আগ্রহী হবেন বলে অনুমান করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।