News71.com
 Technology
 22 Sep 18, 03:47 AM
 883           
 0
 22 Sep 18, 03:47 AM

পিক্সেল ৩ সিরিজের সঙ্গে আরও একটি ডিভাইস আনছে গুগল

পিক্সেল ৩ সিরিজের সঙ্গে আরও একটি ডিভাইস আনছে গুগল

 

প্রযুক্তি ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগল তাদের পিক্সেল ৩ সিরিজের সঙ্গে আরও একটি ডিভাইস আনার ঘোষণা দিতে যাচ্ছে। অক্টোবরের ৯ তারিখ ডিভাইসটির দেখা মিলবে। এর আগেই প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটিতে ফাঁস হয়েছে ডিভাইসটি সংক্রান্ত যাবতীয় তথ্য। সেখানে জানানো হয়েছে, ডিভাইসটির নাম হতে পারে গুগল হোম হাব। এটি আসলে একটি স্মার্ট ডিসপ্লে। এতে আবহাওয়ার তথ্য, ইউটিউব ভিডিও, গুগল অ্যাসিস্ট্যান্ট ও নেস্ট সিকিউরিটি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার ফিচার থাকবে।

গুগল ফটোস দেখার সুবিধা থাকলেও এতে কোনো ক্যামেরা থাকছে না।এর এলসিডি ডিসপ্লেটির পর্দা হবে ৭ ইঞ্চি লম্বা। ডিভাইসটির পেছনে মাইক্রোফোনের সুইচও দেখা গেছে। গুগল হোম হাব ডিভাইসটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৫১৬ টাকা। স্মার্ট ডিসপ্লেটি ছক ও কাঠকয়লা রঙে বাজারে ছাড়া হবে।এর আগে স্মার্ট ডিসপ্লে ডিভাইস বাজারে এনেছিলো লেনোভো। ৮ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ডিভাইসটি বাজারে ছাড়া হয়েছিলো ১৯৯ ডলারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন