প্রযুক্তি ডেস্কঃ হৃদপিণ্ড বা ফুসফুসের হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আগাম সতর্ক বার্তা দিতে পারবে সফটওয়্যার।যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন দপ্তর এ রকম ওয়েভ ক্লিনিক্যাল প্লাটফর্ম নামের একটি সফটওয়্যারের অনুমোদন দিয়েছে।রোগীর বিভিন্ন তথ্য যাচাই বাছাই এবং শারীরিক অবস্থা, ধরন পর্যালোচনা করবে এই সফটওয়্যার।যে বিষয়গুলো সাধারণভাবে মানুষের চোখে ধরা পড়ে না, সেগুলো বিবেচনা করবে এই সফটওয়্যার। এই ব্যবস্থা চালু করা করছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতাল।
হার্ট অ্যাটাকের শিকার হওয়ার অন্তত ছয় ঘণ্টা আগে সংকেত দিতে পারবে এই সফটওয়্যার।ফলে তড়িৎ ব্যবস্থা নিতে পারবেন চিকিৎসকরা।ওই সফটওয়্যার নির্মাতারা বলছেন, এটি ব্যবহারের জন্য আলাদা বিশেষ কোনো যন্ত্রপাতির প্রয়োজন হবে না। হাসপাতালে এখন যে নজরদারি ব্যবস্থা চালু রয়েছে, সেগুলো ব্যবহার করেই নতুন এই প্রযুক্তি কাজ করবে।নির্মাতাদের প্রত্যাশা, অন্তত আড়াই লাখ মানুষের মৃত্যু প্রতিবছর ঠেকাতে পারবে এই সফটওয়্যার।