News71.com
 Technology
 22 Jun 17, 11:09 AM
 870           
 0
 22 Jun 17, 11:09 AM

পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে ধুমকেতু, ধ্বংস হতে পারে পৃথিবীর বেশ কিছু শহর।।

পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে ধুমকেতু, ধ্বংস হতে পারে পৃথিবীর বেশ কিছু শহর।।

 

প্রযুক্তি ডেস্কঃ যেকোনো মুহূর্তে পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে ধুমকেতু। আর তাতেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর। এমনই এক ভয়াবহ তথ্যের কথা জানালেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে কুইনস বিশ্ববিদ্যালয়ের অ্যালান ফিটজসিমোনস জানিয়েছেন,আগামী ৩০ জুন ধুমকেতু দিবস। তবে,এই দিনটি কেন ধুমকেতু দিবস হিসেবে পরিচিত সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন ১৯০৮ সালের একটি ঘটনা। সাইবেরিয়ার টুংস্কাতে একটি ধুমকেতু এসে আছড়ে পরে আর তাতে টুংস্কার প্রায় ২০০০ বর্গ কিলোমিটার ধ্বংস হয়ে গিয়েছিল। এই বিষয়টি নিয়েই আগামী ৩০ জুন লুক্সেমবার্গে একটি প্রেসেন্টেশন দেবেন ফিটজসিমোনস।

এসময় তিনি আরো জানান,নতুন এই ধুমকেতুটি পৃথিবীর উপর আছড়ে পড়তে নাও পারে। কারণ মহাকাশচারীরা জানিয়েছেন,মহাকাশ থেকে প্রায়ই দেখা যায় পৃথিবীর চারপাশে ঘুরে বেরাচ্ছে অনেক ধুমকেতু। কিন্তু এই সমস্ত ধুমকেতুগুলোর কারণে পৃথিবীর এখনো কোনো ক্ষতি হয়নি। তবে টুংস্কার মতন পরিস্থিতিও যে হবে না সে বিষয়টির ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাননি বিজ্ঞানীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন