News71.com
 Technology
 12 Jun 17, 02:28 PM
 813           
 0
 12 Jun 17, 02:28 PM

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে করণীয় সমুহ

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে করণীয় সমুহ

নিউজ ডেস্কঃস্মার্টফোন বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে যে স্মার্টফোনগুলোর ব্যাটারি লিথিয়াম আয়ন প্রযুক্তির, সেই সব স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক আরও বেশি দেখা দিচ্ছে। কারণ, সম্প্রতি যে স্মার্টফোনগুলো বিস্ফোরিত হচ্ছে সেগুলোর ব্যাটারি লিথিয়াম আয়নের। কিন্তু বিশেষজ্ঞরা স্মার্টফোন ব্যবহারকারীদের এ ধরনের অহেতুক উদ্বেগে না থাকার পরামর্শ দিয়েছেন। কারণ বিস্ফোরণের সাথে লিথিয়াম আয়ন প্রযুক্তির ব্যাটারির কোন সম্পর্ক নেই। মোবাইল ফোনের ব্যাটারির যত্ন নিলে অর্থাৎ নিয়ম মেনে চার্জ দিলে ফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন এবং দুর্ঘটনার শঙ্কাও কমে যাবে।


চার্জ ধরে রাখতে হবে: শুধু লিথিয়াম অয়ন ব্যাটারি নয়, সব ধরনের ব্যাটারির ভালো রাখার জন্য চার্জ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ চার্জ ধরে রাখলে মোবাইল ফোনের ব্যাটারি সহজে ক্ষতির কারণ হয় না। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে অধিকাংশ সময় ৫০ শতাংশ বা তার বেশি চার্জ রাখা আবশ্যক। কারণ চার্জ বেশি ধরে রাখলে ব্যাটারি ভালো থাকার পাশাপাশি সেবাও বেশি পাওয়া যাবে।


চার্জার ব্যবহারে সতর্ক থাকা জরুরি: অনেকে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে হাতের কাছে যে চার্জার পান সেটিই ব্যবহার করেন। এটা একেবারেই ঠিক নয়। আসলে যে ফোনের জন্য যে চার্জার দেয়া হয়ে থাকে বা প্রতিষ্ঠান নির্ধারিত করে দেয় সে চার্জারই ব্যবহার করা উচিত। অন্যথায় যে কোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।

ব্যাটারি একেবারে চার্জশূণ্য করা যাবে না: মনে রাখতে হবে ব্যাটারি ভালো রাখতে হলো স্মার্টফোনের ব্যাটারি কখনই চার্জশূণ্য করা যাবে না। কারণ ব্যাটারি একেবারে চার্জশূন্য করলে ব্যাটারির আয়ু কমে আসে। এক্ষেত্রে বিস্ফোরণ হওয়ারও ভয় থাকে।

সবসময় ফোন ঠান্ডা রাখার চেষ্টা করুন: হাতে থাকা ফোনটি ভালো রাখতে অবশ্যই এটিকে গরম হওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। এতে ফোনটির ব্যাটারিও ভালো থাকবে। যদিও লি-আয়ন ব্যাটারি বেশি চার্জ হলেও কোনো সমস্যা হয় না। তবুও এক্ষেত্রে সতর্ক থাকা উচিত। কারণ বেশিক্ষণ চার্জে থাকলে ফোনটি গরম হতে পারে। তবে ফোন আবার অতিরিক্ত ঠান্ডা জায়গায় রাখাও ঠিক নয়। খুব বেশি ঠান্ডা বা অতিরিক্ত গরম ব্যাটারির কার্যক্ষমতার ওপর প্রভাব ফেলে বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

ব্যাটারি খুলে রাখলেও চার্জ করে রাখুন: নানা কারণে অনেকেই ব্যাটারি খুলে রেখে দেন। এতে করে ব্যাটারিটি কমপক্ষে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করে রাখতে হবে। কারণ লি-আয়ন ব্যাটারি অব্যবহৃত অবস্থাতেও প্রতি মাসে ৫ থেকে ১০ শতাংশ চার্জ শেষ শোষণ করে। বেশি দিন চার্জশূন্য রাখলে ব্যাটারির আর চার্জ ধরে রাখার ক্ষমতা থাকে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন