News71.com
 Technology
 11 Jun 17, 10:35 PM
 797           
 0
 11 Jun 17, 10:35 PM

এবার বাজারে আসছে গুগলের ড্রোন।।  

এবার বাজারে আসছে গুগলের ড্রোন।।   

প্রযুক্তি ডেস্কঃ ড্রোন নির্মাণ কাজে ব্যাপক সাফল্য পেয়েছে গুগল। মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজ সম্প্রতি অংশীদারদের বিষয়টি জানিয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। চলতি বছরই উইং প্রকল্পে চমকপ্রদ ঘটনা ঘটবে- এমনটাই জানিয়েছেন ল্যারি পেজ ।গত বুধবার এক ব্লগ বার্তায় প্রকল্পটি সম্পর্কে এমনই তথ্য জানান প্রজেক্টের সহপ্রধান জেমস রায়ান বার্গেস। ড্রোন নির্মাতা দলটি এমন কিছু পরীক্ষা করেছে,যার মাধ্যমে ড্রোন হিসেবে উইং নিজেকে অ্যালফাবেটের জন্য গুরুত্বপূর্ণ এবং লাভজনক করে তুলতে পারে।

গুগল রোবট ড্রোন পরিচালনার জন্য একটি সফটওয়্যারও তৈরি করেছে,যা অন্য ড্রোনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে পারবে। জেমস রায়ান বার্গেস বলেন,উইং ও অন্যান্য প্রতিষ্ঠানের হাজার হাজার ড্রোন আকাশে উড়তে দেখা যাবে কয়েক বছরের মধ্যে। তাই তারা এমন একটি পদ্ধতি তৈরি করছেন যেগুলো শুধু একে অপরের কাছাকাছি আসা থেকে নয় বরং নিজেদের জন্য রুটও বেছে নিতে পারবে। সফটওয়্যারটি গুগল ম্যাপ,আর্থ ও স্ট্রিট ভিউ ব্যবহার করবে বলেও জানান বার্জেস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন