News71.com
 Technology
 06 Jun 17, 03:56 PM
 919           
 0
 06 Jun 17, 03:56 PM

খুব সহজে মোটরসাইকেল হেলমেট দিয়েই দেয়া যাবে মোবাইল চার্জ।।  

খুব সহজে মোটরসাইকেল হেলমেট দিয়েই দেয়া যাবে মোবাইল চার্জ।।   

প্রযুক্তি ডেস্কঃ ভারতজুড়ে শুরু হয়েছে ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’এর একাধিক কর্মসূচি। এই কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হেলমেট। আর তারই জের ধরে নবম শ্রেণীর খুদেরা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি হেলমেট তৈরি করেছে। যা দিয়ে চার্জ দেওয়া যায় একটি মোবাইল ফোন। জানা গেছে,এই বিশেষ হেলমেটটিতে রয়েছে একটি এক্সহস্ট ফ্যান। বাইক আরোহীকে রীতিমতো হাওয়া দেবে এই ফ্যানটি। পাশাপাশি,এই হেলমেটটিতে রয়েছে একটি সোলার প্লেটও। সূর্যের আলোয় এই প্লেটটির মধ্যে শক্তি সঞ্চয় হবে। আর সেই বিদ্যুৎশক্তি থেকেই একটি মোবাইল ফোন এবং এক্সহস্ট ফ্যান চার্জ দেওয়া যায়।

গুঁরগাঁও এর একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্ররাই এই বিশেষ হেলমেটটি তৈরি করেন। হেলমেটটির ভিতরে রয়েছে একটি বিশেষ তারের জাল। এর মধ্য দিয়েই হাওয়া যাতায়াত করবে। এরফলে একেবারেই কোনো ঘাম হবেনা মাথায়। একদিকে যেমন বাইক আরোহীদের সুরক্ষার দিকটি বজায় থাকবে অপরদিকে ঘামের সমস্যা থেকেও বিরত থাকবেন তারা। আর মাত্র ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এই বিশেষ ফ্যানটি। এর পাশাপাশি,এই বিশেষ হেলমেটটিতে রয়েছে আরো একটি সুবিধা। একটি বিশেষ রিমোট সিস্টেমের সঙ্গে বাইক এবং হেলমেট যুক্ত থাকবে। সেক্ষেত্রে যদি হেলমেট পড়া না থাকে তাহলে বাইক কিছুতেই স্টার্ট করা যাবেনা।

বিশেষ এই হেলমেটটি তৈরি করতে সাহায্য করেছেন সেই স্কুলেরই এক শিক্ষক। তিনি বলেন,এই বিশেষ হেলমেটটি পথ দুর্ঘটনার সংখ্যা অনেকাংশে কমিয়ে দিতে চলেছে। এমনকি দূষণ,ফাইন দেওয়া থেকেও রক্ষা পাবেন অনেকেই। এছাড়া,নবম শ্রেণীর ছাত্রদের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন গুরগাঁও রাজ্যের শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা। জাতীয় স্তরে এই প্রজেক্টিকে কার্যকরী করার জন্য এনসিইআরটি-র প্রদর্শনীতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন