News71.com
 Technology
 27 May 17, 02:52 PM
 913           
 0
 27 May 17, 02:52 PM

নতুন প্রযুক্তির স্পেসপ্লেন তৈরি করবে বোয়িং।।  

নতুন প্রযুক্তির স্পেসপ্লেন তৈরি করবে বোয়িং।।   

প্রযুক্তি ডেস্কঃ খুব শীঘ্রই আগামী প্রজেন্মের স্পেসপ্লেন তৈরি করতে চলেছে বোয়িং। এই স্পেসপ্লেনটি একাধিক বার ব্যাবহার করা যাবে এবং ছোট এক্সপ্যান্ডেবল আপার স্টেজ বহন ও স্থাপন করতে সক্ষম। পরিক্ষামূলকভাবে যে স্পেসপ্লেনটি তৈরি করা হবে সেটি বোয়িং এবং মার্কিন প্রতিরক্ষা প্রকল্প ডারপা (DARPA- Defense Advanced Research Projects Agency) একজোটে তৈরি করবে বলে জানা গিয়েছে। এই স্পেসপ্লেনটি লো আর্থ অরবিটে মোট তিন হাজার পাউন্ড ছোট ছোট উপগ্রহ উৎক্ষেপণ করতে পারবে বলে জানা গিয়েছে। বোয়িং এবং ডারপা এই স্পেসপ্লেনটি তৈরি করার জন্য যুগ্মভাবে বিনিয়োগ করবে।

ফ্যান্টম এক্সপ্রেস নামের এই স্পেসপ্লেনটি একবার মহাকশের ধারে পৌঁছলেই এটি উপগ্রহ উৎক্ষেপণ করেই ফিরে আসরতে পারবে। এরপর ফিরে একালের এয়ারক্রাফটের মত দ্বিতীয় অভিযানের জন্য প্রস্তুতি নেবে ফ্যান্টম এক্সপ্রেস। এই স্পেসপ্লেনটি একাধিকবার যাতে ব্যবহার করা যেতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে ফ্যান্টম এক্সপ্রেসকে। তরল অক্সিজেন ও তরল হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করে এই স্পেসপ্লেন চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন