প্রযুক্তি ডেস্কঃ মাইক্রোব্লগিং সাইট টুইটার বেশ কিছু নতুন ইমো এনেছে। আর এর মাধ্যমে ইমোজি জগতে নতুনভাবে পা রাখল। এবার টুইটার ব্যবহারকারীদের জন্য ৬৯টি নতুন ইমো নিয়ে এসেছে। ফলে গ্রাহকরা আগের চেয়ে আরও সঠিকভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন।
অবশ্য এখনও সব টুইটার ব্যবহারকারী সুবিধাটি নাও পেতে পারেন। তবে শিগগিরই সবার নাগালে পৌঁছে যাবে এগুলো। এ সম্পর্কে টুইটার ডিজাইনার ব্রায়ান হ্যাগারটি তার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন,টুইটার ডট কমে আমরা এই মাত্র নতুন সব ইমোজি যুক্ত করেছি। তার এ টুইটের পরই বিষয়টি সবার নজরে আসে।