News71.com
 Technology
 15 Apr 17, 11:25 AM
 749           
 0
 15 Apr 17, 11:25 AM

ফেক আইডি বন্ধ করতে উদ্যোগী হল ফেসবুক কতৃপক্ষ ।।

ফেক আইডি বন্ধ করতে উদ্যোগী হল ফেসবুক কতৃপক্ষ ।।

প্রযুক্তি ডেস্কঃ ফেক আইডি বন্ধে উদ্যোগ নিয়েছে ফেসবুক। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ফেক আইডি বন্ধ করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে কিছু ফেক আইডি বন্ধও করেছেন তারা। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে সেটি বন্ধ করে দিচ্ছে ফেসবুক। বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবে সবেচয়ে বেশি ফেক অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেক আইডি বন্ধের এই অভিযান আগামী ৬মাস চলবে।

বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন। ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে,সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হচ্ছে। ফেসবুকের ব্যবহারকারীরা তাদের ফ্রেন্ডলিস্টে গেলে দেখতে পাবেন যে, ফ্রেন্ডলিস্টে আপনার অনেক বন্ধুর ছবি দেখা যাচ্ছে না। এর কারণ ওই বন্ধুর অ্যাকাউন্টটি ফেক হওয়ায়,ইতিমধ্যে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন