News71.com
 Technology
 12 Apr 17, 12:09 PM
 807           
 0
 12 Apr 17, 12:09 PM

ভারতীয় সৈনিকদের জন্য ডিআরডিও আনল সিগন্যাল পাঠানো জুতা।।

ভারতীয় সৈনিকদের জন্য ডিআরডিও আনল সিগন্যাল পাঠানো জুতা।।

প্রযুক্তি ডেস্কঃ বরফে ঢাকা পার্বত্য অঞ্চলে প্রাণের আশঙ্কা নিয়ে থাকেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাই তাঁদের রক্ষা করতে নানা ধরনের নতুন প্রযুক্তি নিয়ে আসছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানকার আবহাওয়ার কথা মাথায় রেখেই এবার আনা হচ্ছে এক বিশেষ প্রযুক্তি। সেনা সদস্যদের জুতায় লাগানো থাকবে একটি ডিভাইস। বিপদে পড়লে যা থেকে সিগন্যাল পৌঁছে যাবে অন্য জায়গায়। প্রচণ্ড ঠাণ্ডাতেই এটি কাজ করবে।

ডিআরডিও সেই বুট তৈরি করছে। যাতে একটি ইলেকট্রিক সিগন্যাল এমিটারের একটি মিনিয়েচার থাকবে। এক গবেষক জানিয়েছেন,এই প্রযুক্তিতে যে কোনো ছোট ডিভাইসে চার্জ দেওয়া যায় যেমন ট্রান্সমিটার,মোবাইল ফোন ইত্যাদি। হাঁটলে জুতোর চাপেই আপনা থেকেই চার্জ হয়ে যাবে। ডিআরডিও জানিয়েছে,অত্যাধিক ঠাণ্ডায় কোনো সাধারণ ব্যাটারি কাজ করে না। কিন্তু এই প্রযুক্তিতে বরফের তলায় আটকে পড়লেও সহজেই সিগন্যাল পাঠাতে পারবে সেনা সদস্যরা। এতে সেই সদস্যদের অবস্থান ও তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন