News71.com
 Technology
 10 Apr 17, 05:40 PM
 754           
 0
 10 Apr 17, 05:40 PM

গুগলের বিরুদ্ধে নারী কর্মীদের কম পারিশ্রমিক দেয়ার অভিযোগ।।

গুগলের বিরুদ্ধে নারী কর্মীদের কম পারিশ্রমিক দেয়ার অভিযোগ।।

 

প্রযুক্তি ডেস্কঃ সার্চ জায়ান্ট গুগল তাদের নারী কর্মীদের অপেক্ষাকৃত কম বেতন দেয় বলে অভিযোগ এনেছে একটি সংস্থা। আর এই অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার সান ফ্রান্সিসকোর একটি আদালতে শুনানিতে বিষয়টি প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের কর্মকর্তারা। এদিকে,সরকারি তদন্তকারিরা এই অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে কর্মীদের বেতন বৈষম্য খুঁজে দেখছে। এ ব্যাপারে শ্রম বিভাগের আঞ্চলিক পরিচালক জ্যানেট ওয়াইপার বলেন,প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে সমগ্র কর্মীদের মধ্যে নারীর প্রতি পদ্ধতিগত ক্ষতিপূরণ অসমতা দেখতে পেয়েছে।

অন্যদিকে,গুগল এক বিবৃতিতে এই অভিযোগের তীব্র অসম্মতি জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে,প্রতিবছর তারা লিঙ্গ ভিত্তিক বেতন বিশ্লেষণ করে থাকে এবং সেখানে কোন অসংগতি পাওয়া যায়নি। প্রসঙ্গত,বর্তমান সময়ে গুগল এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো লিঙ্গ ভিত্তিক বেতন বৈষম্য এবং অঞ্চল ভিত্তিক বেতন বৈষম্য উন্নত করার চেষ্টা করে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন