News71.com
 Technology
 04 Apr 17, 06:15 PM
 779           
 0
 04 Apr 17, 06:15 PM

বাজারে এল ১৯ মেগাপিক্সেল স্লো মোশন ক্যামেরার সনি এক্সপেরিয়া এক্সজেড মডেলের স্মার্টফোন।।

বাজারে এল ১৯ মেগাপিক্সেল স্লো মোশন ক্যামেরার সনি এক্সপেরিয়া এক্সজেড মডেলের স্মার্টফোন।।

 

প্রযুক্তি ডেস্কঃ এ বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টেক জায়ান্ট সনি দেখিয়েছে তাদের এক্সপেরিয়া সিরিজের এক্সজেড স্মার্টফোন। গতকালই একে ভারত-ভিত্তিক বাজারে ছাড়া হয়েছে। উচ্চ স্পেসিফিকেশনে ভরপুর এ ফোন। এক্সপেরিয়া ভক্তদের মনে সন্তুষ্টি দেবে এটা।

সনি এক্সপেরিয়া এক্সজেড এসেছে ৫.২ ইঞ্চির ট্রিলুমিনাস ডিসপ্লে নিয়ে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, যাতে রয়েছে আন্দ্রেনো ৫১০ জিপিইউ। অভ্যন্তরে ৩২ জিবি ও ৬৪ জিবির স্টোরেজের দুটো সংস্করণ করা হয়েছে। র্যা ম যুক্ত হয়েছে ৪ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।২৯০০এমএএইচ শক্তির ব্যাটারি দেওয়া হয়েছে। আইস ব্লু, ওয়ার্ম সিলভার এবং ব্ল্যাক রং নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট অপারেটিং সিস্টেমে চলবে।

এর ক্যামেরা বিশেষভাবে নজর কাড়বে সবার। ১৯ মেগাপিক্সেল মোশন আই ক্যামেরা রয়েছে। সুপার স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর অনন্য বৈশিষ্ট্য। এই ক্যামেরায় আরো আছে ১/২.৩ ইঞ্চি এক্সমোর আরএস মেমোরি স্ট্যাকড সেন্সর। এর প্রিডেক্টিভ হাইব্রিড অটোফোকাস প্রযুক্তি ৯৬০এফপিএস সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। আর সামনের দিকে স্থাপন করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ২২এমএম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর এফ/২.০ অ্যাপারচার মনের মতো সেলফি তুলে দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন