প্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ছুটছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। এবারে মাইক্রোসফট ও অ্যাডোব একজোট হয়ে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার তৈরি করছে। গ্রাহকের কাছে আরও উন্নত পণ্য ও স্বয়ংক্রিয় অভিজ্ঞতা দিতে এ সফটওয়্যার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাডোবের এক কর্মকর্তা। অ্যাডোবের বিপণন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড রেঞ্চার বলেন, অ্যাডোবের সেনসেই ও মাইক্রোসফটের করটানার মূল লাইব্রেরি বিনিময় করে আরও উন্নত সফটওয়্যার তৈরি করা হবে।
করটানা হচ্ছে মাইক্রোসফটের সার্চ টুল, যা কোনো সার্চের জবাব কণ্ঠস্বরের মাধ্যমে দিতে পারে। সেনসেই হচ্ছে অ্যাডোব বুদ্ধিমান সেবা যার মাধ্যেম বিজ্ঞাপন, বিপণন ও পণ্যের বিশ্লেষণ ক্লাউড প্রযুক্তিতে দেওয়া যায়। এ ছাড়া ডকুমেন্টের ব্যাকআপ রাখা যায়। সম্প্রতি অ্যাডোবের বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের রেঞ্চার বলেন, যৌথ গবেষণা ও উন্নয়নের ফলে একটি সেবা তৈরি করা সম্ভব হবে।