News71.com
 Technology
 23 Mar 17, 08:21 PM
 768           
 0
 23 Mar 17, 08:21 PM

আগামী এপ্রিলে ফেসবুক হার্ডওয়্যার পণ্য আনতে পারে।।

আগামী এপ্রিলে ফেসবুক হার্ডওয়্যার পণ্য আনতে পারে।।

প্রযুক্তি ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিলো, গোপন হার্ডওয়্যার প্রকল্প ‘বিল্ডিং এইট’ নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সম্প্রতি ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রত্রিবেদনে জানিয়েছে, এপ্রিলে প্রতিষ্ঠানটি ভোক্তা হার্ডওয়্যার পণ্য প্রদর্শন করতে পারে।

এসব হার্ডওয়্যার পণ্যের মধ্যে থাকতে পারে পরবর্তী প্রজন্মের ক্যামেরা, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ড্রোন ও মস্তিষ্ক স্ক্যানিং প্রযুক্তি। আগামী মাসে প্রতিষ্ঠানটির ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে। সেখানেই ফেসবুকের হার্ডওয়্যার পণ্যগুলো বড় ভূমিকা রাখতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া আরও জানা যায়, অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ও ইন্টারনেট ড্রোনগুলোর জন্য কার্যকরী হার্ডওয়্যার পণ্য তৈরিতে ফেসবুক তাদের মার্কিন ক্যাম্পাসে একটি নতুন ভবন তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে ‘এরিয়া ৪০৪’। তাছাড়া বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি সৌরচালিত এয়ারক্রাফট অ্যাকুইলা নিয়েও কাজ করছে ফেসবুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন