News71.com
 Technology
 22 Mar 17, 11:09 AM
 751           
 0
 22 Mar 17, 11:09 AM

উগ্রপন্থী সংশ্লিষ্টতায়  ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মাইক্রোব্লগিং সাইট টুইটার।।

উগ্রপন্থী সংশ্লিষ্টতায়  ৫ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মাইক্রোব্লগিং সাইট টুইটার।।

নিউজ ডেস্কঃ উগ্রপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ৫ লাখেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সহিংস সন্ত্রাসবাদ রুখতে নিজেদের প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়া শুরু করে সাইটটি। তারই ধারাবাহিকতায় ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) এ খবর দিয়েছে।

সুত্রে আরও বলা হয়, টুইটারের সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে (ট্রান্সপারেন্সি রিপোর্ট) ৫ লক্ষাধিক অ্যাকাউন্ট বন্ধের তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২০১৬ সালের শেষ ৬ মাসেই মোট ৩ লাখ ৭৬ হাজার ৮৯০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সাংবাদিক ও গণমাধ্যমের ভেরিফায়ের পেজগুলো থেকে পোস্ট করা কনটেন্ট সরিয়ে নিতে বৈধ অনুরোধ গ্রহণ করতে শুরু করেছে টুইটার। তবে এসব অনুরোধ সম্পর্কে তারা এখনও তেমন কোনও পদক্ষেপ নেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন