প্রযুক্তি ডেস্ক : চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি এবার কাচের তৈরি স্মার্টফোন নিয়ে এলো বাজারে। যার পিছনের কাভার তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের কাচ। আট দশটা মেটাল বডির হ্যান্ডসেটের মজবুতের চেয়ে কাচের তৈরি হ্যান্ডসেটটিও কোন অংশে কম নয়।জিওনি এফ-১০৩ স্মার্টফোনটি ফোরজি এলটিই নেটওয়ার্ক সমর্থন যোগ্য। ফোনটি অ্যানড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের পরিবর্ধিত সংস্করণ আমিগো ৩.০ অপারেটিং সিস্টেমে চালিত হবে বলে জানিয়েছে জিওনি। এতে আরো আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। যাতে রয়েছে ড্রাগনট্রেইল গ্লাস প্রটেকশন।
ফোনটিতে রয়েছে ৬৪ বিটের ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর মিডিয়াটেক প্রসেসর এবং র্যাম রয়েছে ২ জিবি। আর আভ্যন্তরীণ মেমোরিতে রয়েছে ১৬ জিবি যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে। জিওনি ১০৩ এর রিয়ার ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল। যাতে রয়েছে এলইডি ফ্লাশগান। সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল। এতে ব্যাটারির ক্ষমতা রাখা হয়েছে ২৪০০ মিলিঅ্যাম্পায়ারের। মোবাইলটির বাংলাদেশি টাকায় মূল্য রাখা হয়েছে ১১ হাজার ৭৬০ টাকা।