প্রযুক্তি ডেস্ক : টাউন হল নামের নতুন একটি ফিচার যুক্ত হচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুকের ‘মোর’ ট্যাবের অধীনে এ ট্যাবটি থাকবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, টাউন হল ফিচার ব্যবহারকারীরা স্থানীয় বা এলাকাভিত্তিক সরকারি প্রতিনিধিদের সংস্পর্শে থাকতে পারবেন। ওই ফিচারটি অ্যান্ড্রয়েড বা আইওস অ্যাপ্লিকেশনে পরীক্ষামূলকভাবে দেখানো শুরু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিচারটির ফলে সরকারি প্রতিনিধিদের প্রোফাইলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন থেকে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা তাদের ফলো বা অনুসরণ করতে পারবেন। প্রতিনিধিদের বার্তা পাঠানোর সুযোগও পাবেন সাধারণ ব্যবহারকারীরা।